Internet Tips: যে ওয়েবসাইটগুলো আপনার জীবন সহজ করে দেবে
Internet Tips: যে ওয়েবসাইটগুলো আপনার জীবন সহজ করে দেবে ইন্টারনেটে অসংখ্য টুল আছে, কিন্তু কিছু কিছু ওয়েবসাইট এমন— যেগুলো সত্যিই আপনার প্রতিদিনের কাজকে ৩ গুণ দ্রুত, সহজ এবং স্মার্ট করে দিতে পারে। আজ দেখে নিন সেরা কিছু ওয়েবসাইট, যেগুলো আপনার Productivity, Creativity আর Problem Solving ক্ষমতা অনেক বাড়িয়ে দেবে। ১. Remove.bg – ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন এক ক্লিকে ডিজাইনার না হলেও এখন যেকেউ PNG কাট-আউট করতে পারে। কাজ: ছবি আপলোড → ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ → PNG ডাউনলোড ব্যবহার: Thumbnail, ID photo, Product photo, Social post ২. Smallpdf.com – PDF নিয়ে সব ধরনের কাজ PDF Merge, Split, Compress, Convert— সবকিছুই ৩০ সেকেন্ডে। ব্যবহার: অফিস ফাইল নিয়ে কাজ করা মানুষের জন্য লাইফসেভার। ৩. TinyWow.com – Free All-in-One Online Tools একটা ওয়েবসাইটে শত শত কাজ— PDF, Image, Video, AI Tools, Writing Tools— সবই ফ্রি। ব্যবহার: সোশ্যাল মিডিয়া, অফিস, ফ্রিল্যান্সিং সব জায়গায় খুব কাজে লাগে। ৪. Ninite.com – এক ক্লিকে প্রয়োজনীয় সব সফটওয়্যার ইনস্টল নতুন কম্পিউটার সেটআপ করতে হলে সেরা সাইট। কাজ: ...